মীর আবু বকর ॥ বৈশাখের প্রচণ্ড তাপদাহ পুড়ছে সারা দেশ। সাতক্ষীরায় টানা কয়েকদিনের ভাপসা গরমে দিশাহারা সকল শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ পরিবারের চিন্তা করে প্রচন্ড তাপকে উপেক্ষা করে কাজের জন্য রাস্তায় এসেছে। ঐসকল ভ্যান চালক ও শ্রমজীবী মানুষের সামান্য তৃপ্তি দিতে মানবিক সহায়তা স্বরূপ ছাতা প্রদান করেছেন মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষক। গতকাল বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে ছাতা বিতরণ উদ্বোধন করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ রুহুল কুদ্দুস। এসময় উপস্থিত ছিলেন ডাঃ আজম, ডাঃ শরীফ, ডাঃ আতিক, ডাঃ গাজী নাসির উদ্দিন, ডাঃ ফারুকুজ্জামান, ডাঃ সুতপা চ্যাটার্জি, ডাঃ নারায়ন প্রাসাদ সানাল, ডাঃ এনামুল হাফিজ পলাশ, ডাঃ জাহিদুল ইসলাম, ডাঃ মাহমুদুল হাসান পলাশ,ডাঃ প্রবীর কুমার দাশ,ডাঃ আসাদুজ্জামান, উল্লেখ্য প্রচন্ড তাপদাহে খেটে খাওয়া মানুষের একটু সায় তার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক সমিতির সাধাঃ সম্পাদক বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ শামছুর রহমান, সহ সভাপতি ডাঃ হরষিত চক্রবর্তী মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণ করে। তাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে উল্লিখিত চিকিৎসকগণ আর্থিক সহায়তা প্রদান করেন।