স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সদর আসনের সংসদ সদস্য মো: আশরাফুজ্জামান আশু। গতকাল দুপুরে আকস্মিক পরিদর্শক কালে সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো: আশরাফুজ্জামান আশু হাসপাতাল চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের কাছে সার্বিক বিষয়ে খোজ খবর নেন। পরে সেবার মান বৃদ্ধির জন্য হাসপাতালের পরিচালক ডাঃ শীতল চৌধুরীর সাথে কথা বলেন, এসময় সংসদ সংসদ সদস্য এমপি আশরাফুজ্জামান বলেন, মেডিকেলের চিকিৎসা সেবার মান বৃদ্ধি করতে হবে। কোন রোগী যাতে হয়রানির স্বীকার না হয় সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা: শীতল চৌধুরী, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক শেখ শাখাওতুল করিম (পিটুল), সাংগঠনিক সম্পাদক আকরম হোসেন খান কান্দি, ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক আহবায়ক কাজী আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, আশিকুর রহমান প্রমুখ।