স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে চা বিক্রেতা তেল বাবু ছোড়া গরম পানিতে দগ্ধ রোগীদের দেখতে যান নাগরিক কমিটির নেতৃবৃন্দ। চিকিৎসাধীন দগ্ধ রোগীরা গড়ের কান্দার নাঈম, পুরাতন সাতক্ষীরা জাকারিয়া, ধুলিহরের দিদারুল। গতকাল সকালে নাগরিক কমিটির সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের নেতৃত্বে কমিটির সহ সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রাসেল হাসপাতালে চিকিৎসাধীন তাদেরকে দেখতে যান। এ সময় নাগরিক কমিটির নেতৃবৃন্দ তাদের চিকিৎসার সার্বিক খোজ খবর নেন। নেতৃবৃন্দরা বলেন, ঘটনাটি খবুই দুঃখজনক। ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।