স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতরে ঘর মুখে মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এ লক্ষ্যে জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটি (আরটিসি)’র সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে জেলা প্রশাসক ও ও পন্য পরিবহন কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সরোয়ার হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোর্শেদ, সাতক্ষীরা জেলা আন্ত:জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আফছার আলী সরদার ও যুগ্ন সাধারণ সম্পাদক কাজী রোবায়তুল ইসলাম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি: কে এম মাহবুব কবীর, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা সির্ভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত সরকার, ট্রাফিক পুলিশের পরিদর্শক শ্যামল কুমার চৌধুরী, সাতক্ষীরা জেলা অটোরিকশা ও অটোটেম্পু মালিক সমিতির মোঃ জাহিদ হোসেন, সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন টিটু। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মেকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম, সীল মেকানিক শেখ আমিনুর হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটির সদস্য সচিব ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির।