স্টাফ রিপোর্টার \ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদলের সভাপতি নূরে আলম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগ গতকাল বিকালে শহরের ওয়াপদা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর যুবদলের আহবায়ক আলী শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাঃ সম্পাদক এইচআর মুকুল, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমনুর রহমান, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সম্পাদক তরিকুল ইসলাম কলোল, পারভেজ সাজ্জাদ, পারভেজ রোমেল, দেবাশীষ চৌধুরী, খোরশেদ আলম, জিয়াউর রহমান, আমিনুর রহমান, ফারুক হোসেন মিঠু, গোলাম মোস্তফা বাবু, মোহাম্মদ রোকনুজ্জামান জুয়েল, জাহাঙ্গীর আলম, আনারুল ইসলাম, মিলন হোসেন শরিফুজ্জামান, আবু রায়হান রিপন, মমরেজ আলম, আবু হাসান সরদার, নাঈম হোসেন আশরাফ হোসেন, কামরুল ইসলাম শহিদুল ইসলাম, আবু সাঈদ, আবুল খায়ের খালিদ আহমেদ লুৎফর রহমান মন্টু, আলতাব হোসেন, শাহজাহান আলী বাবলু, কামরুল হুদা, মোবাশ্বের হোসেন স্বপন, শামীম গাজী, আমিনুর রহমান, মোহাম্মদ হেলাল। এর পূর্বে নিউমার্কেট থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।