বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলায় সাতক্ষীরা রেঞ্জের এসিএফ এম এ হাসানের বিদায় ও নবাগত এসিএফ এম কে এম ইকবাল হোসাইন চৌধুরীর নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা শ্যামনগর বুড়িগোয়ালিনী রেঞ্জ কার্যালয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুর আলম এর সভাপতিত্বে এসিএফ এম এ হাসানকে বিদায় ও নবাগত এসিএফ কে এম এম ইকবাল হোসাইন চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন বুড়িগোয়ালিনী রেঞ্জ কর্মকর্তাবৃন্দ। এসময়ে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, কদমতলা স্টেশন কর্মকতা মোশারফ হোসেন, বুড়িগোয়ালিনী সহকারী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম হাবিব, কোবাদক স্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলাম, কৈখালী স্টেশন কর্মকর্তা হারন অর রশিদ সহ সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলাগাছিয়া টহলফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।