স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় কোস্টাল সিটিজ রেসিলিয়েন্স প্রকল্প বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভায় রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি শেখ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার সচিব মো: লিয়াকত হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, কোস্টাল সিটিজ প্রকল্পের ম্যানেজার হারুন-অর-রশিদ, ডিজস্টার ম্যানেজার তৌহিদুল ইসলাম, রেড ক্রিসেন্ট উপ-পরিচালক এএসএম আক্তার, খুলনা বিশ্ব বিদ্যালয় সহকারী অধ্যাপক সাধন চন্দ্র, রেড ক্রিসেন্ট নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শেখ তৌহিদুর রহমান ডাবলু, এসএম শওকত হোসেন, শেখ হারুন-উর-রশিদ, শেখ আব্দুর রশিদ, রাশিদুজ্জামান রাশি, প্যানেল মেয়র আনোয়ার হোসেন মিলন, রাবেয়া পারভিন, কাউন্সিলর যথাক্রমে শেখ শফিকউদ্দৌলা সাগর, কায়ছারুজ্জামান হিমেল, শফিকুল আলম বাবু, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সংরক্ষিত কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, নূর জাহান বেগম সহ পৌরসভার অপরাপর কর্মকর্তারা। সভায় দূর্যোগ কালীন সময়ে করনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।