স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় রোজ গার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় শহরের চৌরঙ্গী মোড় সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার দে সড়কে অবস্থিত রোজ গার্ডেন স্কুলের ক্যাম্পাসে অত্র বিদ্যাপিঠের পরিচালক ও প্রধান শিক্ষক এসএম আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় পাতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর। তিনি বলেন রোজ গার্ডেন স্কুল শহরের একটি অন্যতম প্রধান একটি শিশু বিদ্যাপিঠ। এখানে লেখাপড়ার গুনগত মান উন্নয়নের পাশাপাশি ক্রীড়া মেধা, সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। রোজ গার্ডেনের শিশু শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে জাতির ভবিষ্যত কান্ডারী তৈরীর জন্য শিক্ষকরা নিরালস ভাবে পরিশ্রম করে যাচ্ছে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকের শিক্ষকদের প্রতি আরো আন্তরিক হতে হবে। রোজ গার্ডেন স্কুলের সকল কার্যক্রম অবশ্যই প্রশংসার দাবি দার। তিনি অত্র বিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করেছেন। এসময় বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক পত্রিকার স্টাফ রিপোর্টার মীর আবু বকর। অনুষ্ঠানে প্রধান আকর্ষন ছিলো যেমন খুশি তেমন সহ বিভিন্ন প্রতিযোগিতা। এসময় রোজ গার্ডেন স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। স্কুলের হেড ম্যাডাম মোসলেমা খাতুন লাভলীর সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন শিক্ষিকা হামিদা খাতুন খুশি।