স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীলায় র্যাব-৬ অভিযানে ১৫০.০০০/- (দুইলক্ষ পঞ্চাশ হাজার) পিচ নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়েছে। র্যাব সূত্রে জানাগেছ,গতকাল পাটকেলঘাটা থানার কাপাসডাঙ্গআ সাকিনস্থ ত্রিশমাইল মোড় সংলগ্ন একটি মেকানিক্যাল দোকানের সামনে সন্দেহজনক বস্তু পড়ে থাকে। পরবর্তীতে উক্ত স্থান হতেগতকাল র্যাবের একটি টিম গোপনসংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫০০০০/- পিচ নকল ব্যান্ডরোল উদ্ধার করে। উদ্ধারকৃত নকল ব্যান্ডরোল বিধি মোতাবেক পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৬ সিপিসি-১ কোম্পানী কমান্ডার স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।