স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা ‘ল’ কলেজ ২০২২-২৩ শিক্ষা বর্ষের এলএলবি ১ম পর্ব কোর্সের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা ‘ল’ কলেজের হলরুমে জেলা প্রশাসক ও ল-কলেজের সভাপতি মোহাম্মদ হুমায়ুুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) এমজি আযম, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফ, পিপি এড. শম্ভুনাথ সিংহ। অনুষ্ঠানে ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ এসএম হায়দার আলী। অনুষ্ঠান ২০১৯ সালে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এসময় বিজ্ঞ বিচারক শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।