স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা শহরের খামারবাড়ী সংলগ্ন গোল্ডেন সান ক্যাডেট একাডেমি গত কয়েকদিন যাবৎ শহরের সীমানা পেরিয়ে গোটা সাতক্ষীরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি শিশু শিক্ষায় সাফল্যের আলোয় আলোকিত সেই সাথে ক্যাডেট কোচিং এ অভাবনীয় সাফল্যের মুগ্ধতায়পূর্ণ। ২০২৫ সালে বাংলাদেশ ক্যাডেট কলেজ ও খুলনা মিলিটারী স্কুল এন্ড কলেজ (এমসিএস) কে লিখিত পরীক্ষায় বারো ও এগার জন উত্তীর্ণ হওয়ার গৌরব গাঁথায় পৌছেছে প্রতিষ্ঠানটি। গোল্ডেনসান ক্যাডেট একাডেমির পরিচালক শহিদুল ইসলাম জানান আমাদের লক্ষ্য শিক্ষার্থীদেরকে সাবলিলভাবে পড়ালেখা শেখানো এবং তা হৃদয়ঙ্গম করানো, মনন মেধায় বিচ্ছুরণ করানো সর্বাপেক্ষা আমার শিক্ষক মন্ডলীরা নিরলসভাবে দায়িত্বশীলতার ক্ষেত্রকে সামনে রেখে পড়ালেখা করানোর চেষ্টা করেন। আমাদের প্রতিষ্ঠানের সাফল্য সকল শিক্ষকের পরিশ্রমের ফসল এবং সম্মানিত অভিভাবকদের আস্থা বিশ্বাস ও শিক্ষার্থীদের আগ্রহ। তিনি জানান অতিশিঘ্রই ক্যাডেট লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বর্তমানে তার প্রস্তুতি চলছে। আমরা আশা করছি ক্যাডেট ও এমসিএসকেতে ধারাবাহিক সাফল্য আগামীতেও অব্যাহত থাকবে।