সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাটকেলঘাটায় কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শনে ইজ্জত উল্লাহ শ্যামনগরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালিত নূরনগরে জামায়াতে সেটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাইক্লিং প্রতিযোগিতা, রেজিষ্টে্রশন চলছে আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতির বিরুদ্ধে অর্থের বিনিময়ে গাইড নির্বাচনের অভিযোগ নিরাপদ খুলনা গড়ার প্রত্যয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাংবাদিক সম্মেলন ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস ড্রাইভার নিহত ডুমুরিয়ায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ডুমুরিয়া মাওলানা ভাসানী ডিগ্রী কলেজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫

সাতক্ষীরা শহরের পাকাপুল ও বড় বাজার ব্রীজের ফুটপথ দখল করে ব্যবসা \ যাত্রী সাধারনের দূর্ভোগ চরমে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা শহরের বিভিন্ন মোড়ে ফুটপথ দখল করে ব্যবসা করে যানজট সৃষ্টি করেছে ব্যবসায়ীরা। পরিবহন চলাচল সহ যাত্রী সাধারন নিরাপদ চলাচল করতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এমন চিত্র যেন শহরের সর্বত্র। এ যেন দেখার কেউ নেই। সরেজমিনে গিয়ে দেখা গেছে সাতক্ষীরা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান পাকাপুল ব্রীূজ ও বড় বাজার ব্রীজ এর দুই ধারে বিভিন্ন ফলের পরসা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। এখানে সামান্যতম ফুটপথে জায়গা খালি নেই। কোন ক্রেতা পণ্য ক্রয়ের জন্য দাড়িয়ে গেলে ইজিবাইক, ভ্যান, চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বিশেষ করে যাত্রীবাহী বাস চলাচলে যানজট লেগে থাকে। এমন চিত্র শহরের নিউ মার্কেট মোড়, ইটাগাছা হাটের মোড়, ডেনাইট কলেজ মোড়, খুলনা রোড মোড়। এসব এলাকায় প্রায় যানজট লেগে থাকে। ফুটপথ দখল করে ঐসব এলাকায় ব্যবসা করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসছে না। এমন অবস্থা বিদ্যমান থাকলে যানজটের কবলে থাকবে শহরবাসী। শহরে চলাচলকারী ভুক্তভোগীরা জানান, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপথ দখল করে বিভিন্ন ব্যবসা পরিচালনা করে যাচ্ছে ব্যবসায়ীরা। কিন্তু পৌর কর্তৃপক্ষ সহ সংশ্লিস্ট কর্তৃপক্ষ কেউ ব্যবস্থা গ্রহন করছে না। এমন পরিস্থিতি বিদ্যমান থাকলে যানবাহন সহ যাত্রীসাধারন দূর্ভোগের কবলে পড়বে। এ অবস্থা থেকে উত্তরনের জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীরা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com