স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা শহরের মেহেদী বাগ গ্রাম উন্নয়ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে মেহেদীবাগ মাসজিদে কুবা গ্রান্ড ফ্লোরে মাসজিদে কুবার সভাপতি জিএম নূর ইসলামের সভাপতিত্বে উন্নয়ন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সমাপনি বক্তব্যে জিএম নূর ইসলাম বলেন, মেহেদীবাগ এলাকাটি শহরের মধ্যে গুরুত্বপূর্ণ এলাকা হওয়া স্বত্তেও এখানে তেমন কোন উন্নয়ন হয়নি। মেহেদীবাগে রাস্তা গুলি তুলনামুলক অনেক ছোট এখানে নাই ড্রেনেজ ব্যবস্থা। বর্ষা মৌসুমে জলাবদ্ধ সৃষ্টির ফলে মানুষের চরম দুর্ভোগে পোহাতে হয়। আমরা স্বম্মলিত ভাবে এ এলাকার উন্নয়নে কাজ করবো। এলাকার উন্নয়নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সভা শেষে সর্বসম্মতিক্রমে জিএম নূর ইসলামকে সভাপতি ও শেখ আবুল কালাম আজাদ কে সাধাঃ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন যারা- সহ-সভাপতিদ্বয় যথাক্রমে- আব্দুর রশিদ, মো: মোমিনুল ইসলাম (শামিম), মোঃ আছাদুল হক, মাওঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল করিম, সহ যুগ্ম সম্পাদক এবিএম মুহিত হোসেন, কোষাধ্যক্ষ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ আবু জাফর, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম (আর্মি), প্রচার সম্পাদক মাস্টার জাকির হোসেন, সহ প্রচার সম্পাদক মোঃ রেজাউল ইসলাম (আর্মি), দপ্তর সম্পাদক জিএম বখতিয়ার আলী, সহ দপ্তর সম্পাদক ডাঃ আজাহারুল ইসলাম (শফি), নির্বাহী সদস্য যথাক্রমে- বিজিবি মোঃ শফিউল আলম, মোঃ নুরুল আমিন, মোঃ গোলাম হোসেন, আর্মি মোঃ নুরুজ্জামান, মাওলানা রুহুল আমিন, ব্যাংকার নজরুল ইসলাম, ব্যাংকার আব্দুল ওহাব, ইদ্রিস আলী, মোক্তার ভাই, আতিয়ার ভাই, আমিনুর ইসলাম, শাহাদাৎ হোসেন। ইহাছাড়া ১০ সদস্য বিশিষ্ট মেহেদীবাগ গ্রাম উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। নেতৃবৃন্দ হলেন-ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ, আলহাজ্ব মাস্টার বছিরুল ইসলাম, মোঃ আব্দুল ওহাব, জনতা ব্যাংক আলহাজ্ব গহর আলী, এ্যাডভোকেট আকরাম আলী, এ্যাডভোকেট আলমগীর আশরাফ, আলহাজ্ব খান রবিউল ইসলাম, আলহাজ্ব কাজি সিরাজুল আজিজ, মাস্টার মাহমুদুল হাসান খান, শেখ গোলাম মোস্তফা।