মাছুদুর জামান সুমন \ সাতক্ষীরা শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে সড়ক ও জনপথ বিভাগের অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। গতকাল শহরের হাটের মোড়, বাঙ্গাল মোড় ইটাগাছা এলাকায় অবৈধ উচ্ছেদ কার্যক্রম চলাকালীন সময়ে কোন কোন এলাকায় প্রতিবন্ধকতার সৃষ্টি হলেও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি ও নির্দেশনায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর পূর্বে কর্তৃপক্ষ সরকারি (সড়ক ও জনপথ) এর জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং গন বিজ্ঞপ্তি সহ নোটিশ প্রদান করে। সর্বশেষ ক্রস চিহৃ প্রদর্শন করে। সড়ক নির্মান সহ সরকারের জায়গা সরকারের অনুকূলে নিতে অবৈধ স্থাপনা অপসারনের গতকাল উচ্ছেদ অভিযান এলাকাগুলোতে যানজটের সৃষ্টি হয়। ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য বিশেষ অসুবিধার কারন হিসেবে বিবেচিত উচ্ছেদ অভিযান সময়ে তাই ক্ষুদ্র ব্যবসায়ী, চা দোকানী, টং দোকানদারদেরকে অসহায় হয়ে মালামাল সরাতে দেখা যায়। ইতিপূর্বে বিনেরপোতা এলাকাতে অবৈধ স্থাপনা অপসারন করেছে সড়ক ও জনপথ বিভাগ। সাতক্ষীরা শহরের বাইরে আলিপুর, বহেরা পুষ্পকাঠি, কুলিয়া পারুলিয়া, সখিপুর, গাজীরহাট, নলতা হাদিপুর, ভাড়াশিমলা, কালিগঞ্জ সহ অপরাপর এলাকার মোকাম গুলোতে গতকাল স্ব উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দেখা গেছে। নিজেদের উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে বিভিন্ন ভাবে যে যার আয়ত্তে রাখছে। অবৈধ স্থাপনা স্ব উদ্যোগে সরাতে কোন কোন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হয় কারন প্রতিটি দোকানেও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ থাকায় যে কোন সময়ে বিপদ ঘটতে পারে। সাতক্ষীরা শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ সময়ে সেই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। জেলা শহরের বাইরের মোকামগুলোর অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ায় এবং সামনের অংশ ভেঙ্গে নেওয়া মোকামগুলো ফাঁকা দেখাচ্ছে। অপসারন চলমান থাকবে বলে জানাগেছে।