স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় শহরের প্রধান সড়কে পরিবহন যানজট নিরসনকল্পে পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ সাথে জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় একে ট্রাভেলস পরিবহনের কার্যালয় নাগরিক কমিটির সহ-সভাপতি ও উপ-কমিটির আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে জেলা নাগরিক অধিকার উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ শহরের প্রধান সড়কে পরিবহনে সৃষ্ট যানজট সহ বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন। সভায় পরিবহন মালিকগন বলেন, আজ থেকে পরিবহন ছাড়ার ১৫ মিনিট আগে গাড়ী কাউন্টারের সামনে আসবে। প্রধান সড়কে গাড়ী পরিস্কার করা যাবে না। সড়কে স্থানীয় ভাবে গাড়ি পার্কিং না করা, দুর্ঘটনা এড়াতে সাবেক সংসদ প্রয়াত হাবিবুর রহমান সংযোগ সড়কে ঈগল ও কে লাইন পরিবহন গাড়ী পার্কিং না করা। পরিবহন পরিচালনা কমিটির দাবী অনুযায়ী প্রশাসন সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে স্থায়ী ভাবে পরিবহনের জন্য পার্কিং ব্যবস্থা দাবি করেন। নেতৃবৃন্দ তাদের মতামত সর্ব সম্মতি ক্রমে একমত পোশন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, উপ কমিটির সদস্য নুরুল হক, ডাঃ আমিনুল ইসলাম মুকুল, পরিবহন মালিক একে ট্রাভেলস এমডি তাহমীদ সায়েদ চয়ন, সৌদিয়া পরিবহনের প্রতিনিধি আব্দুলাহ আল বাকী, এম আর প্রতিনিধি সরদার আজিজ, কে লাইন প্রতিনিধি মোঃ মুনসুর আলম, হাওলাদার পরিবহনের শেখ মাছুদুর রহমান, সুন্দরবন এক্সপ্রেসের রবি, গ্রীন লাইন পরিবহন আব্দুলাহ শরিফ সহ বিভিন্ন পরিবহনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।