স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা শহরে যানজট তীব্র আকার ধারন করেছে। যাত্রী সাধারনের দুর্ভোগ চরমে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের প্রধান সড়ক বিশেষ করে সাতক্ষীরা বাস টার্মিনাল এলাকা, নিউ মার্কেট মোড়, পাকাপুলের মোড়, দীঘির পাড়, হাটের মোড়, জজ কোর্টের সামনে, খুলনা রোড, নারিকেল তলা মোড়, পৌরসভার সামনে দীর্ঘ সময় যানজট সৃষ্টি হয়। যানজটের কারনে অফিস গামী এবং জরুরী প্রয়োজনে বাইরে আসা যাত্রীসাধারনের গন্তব্যে পৌছাতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে যানজটের ফলে অফিসগামী ও যাত্রী সাধারনের আরোহী যানবাহনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে চাকুরীজীবিরা নির্দিষ্ট সময়ে অফিসে পৌছাতে পারছে না অন্যদিকে শহরে আগত জরুরী প্রয়োজনে আশা যাত্রী সাধারন, স্কুল কলেজ গামী শিক্ষার্থীরা এবং রোগী বহনকারী এ্যাম্বুলেন্সকে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এই যানজটের প্রধান কারন শহরে অনিয়মতান্ত্রিক ভাবে ছোট বড় বিভিন্ন ধরনের গাড়ি চলাচলের পাশাপাশি অনিবন্ধিত ইজিবাইক, মহেন্দ্র, নছিমন, করিমনের সংখ্যা বেড়ে গেছে। তবে পরিবহনের তুলনায় সড়ক স¤প্রসারন একেবারে অপ্রতুল্য। শুধু তাই নই প্রধান সড়কের পাশ্ববর্তী কোথাও ফুটপথ নেই। যে কারনে সকল ছোট বড় পরিবহন ও যাত্রীসাধারনের চলাচলের একমাত্রই ভরসা প্রধান সড়ক। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির কাছে জানতে চাইলে দৃষ্টিপাতকে জানান, বাসটার্মিনাল শহরের মধ্যে থাকা যানজটের প্রধান কারন। এটি স্থানান্তর করার জন্য সংসদ সদস্য, জেলা প্রশাসন, জেলা পুলিশ, পৌর মেয়র সহ সকল জনপ্রতিনিধি একমত পোষন করেছে। যানজট নিরোসনের জন্য ট্রাফিক পুলিশ সার্বক্ষনিক কাজ করছে। বহিরাগত ব্যাটারি চালিত ভ্যান, নছিমন, করিমন শহরে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য ট্রাফিক পুলিশকে আরোও তৎপর হতে হবে। সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম দৃষ্টিপাতকে জানান, ট্রাফিক পুলিশ সার্বক্ষনিক যানজট নিরোসনে কাজ করছে। কিছু দিন পরিবেশ স্বাভাবিক থাকলেও দুষ্টু চক্রের অনিয়মতান্ত্রিক গাড়ি চলাচলের জন্য যানজট সৃষ্টি হচ্ছে। কয়েকবার মালিক সমিতির বলা হয়েছে। জনসচেতনতা ছাড়া শহরে যানজট নিরোসন পুলিশের একারপক্ষে সম্ভব নয়। পুলিশ, মালিক সমিতি, সাংবাদিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দকে যানজট নিরোসনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আজহারুল ইসলামের কাছে এই বিষয়ে জানতে চাইলে দৃষ্টিপাতকে জানান, শহরের মধ্যে বাসটার্মিনাল থাকায়, সাধারন মানুষ অনিয়মতান্ত্রিক ভাবে চলাফেরা করার কারনে, ঢাকাগামী পরিবহন গুলো শহরে প্রবেশ করার কারনে যানজট সৃষ্টি হচ্ছে। বেসরকারী ব্যাংক কর্মকর্তা আব্দুল কাদের জানান, প্রতিদিন সকাল ৯.৩০টায় অফিসে পৌছানোর কথা থাকলেও নির্দিষ্ট সময় অফিসে পৌছাতে হিমশিম খেতে হচ্ছে। প্রায় সময় কখনো খুলনা রোড মোড়, জজ কোর্ট সড়ক, এমনকি নিউ মার্কেট মোড়ে যানজট সৃষ্টি হয়। স্থানীয় খুলনা রোড এলাকার বাসিন্দা আব্দুল লতিফ জানান, দিনের বেলায় শহরে মালবাহী ট্রাক, ঢাকাগামী পরিবহন প্রবেশ, ট্রাক আনলোড, বাসটার্মিনাল এলাকায় গাড়ি পার্কিং এর সুব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। ভুক্তভোগীরা জানান শহরের চলাচলকারী বিভিন্ন পরিবহন স্বাভাবিক চলাচল করতে ট্রাফিক পুলিশ সার্বিক নির্দেশনা দিচ্ছে। কিছু কিছু পরিবহন অনিয়মতান্ত্রিক চলায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছে।