সাতক্ষীরা শহর বর্তমান সময়ে অতি ব্যস্ততম এবং জনবহুল শহর হিসেবে পরিচিত পেয়েছে। দেশের সর্ব দক্ষিনের এই জেলা শহরটি অতি কর্মমূখর এবং প্রাণ চাঞ্চল্যতায় পূর্ণ। সাতক্ষীরার বিশ লক্ষাধীক মানুষ কোন না কান ভাবে শহরের উপর নির্ভরশীল। কিন্তু বাস্তবতা হলো সাতক্ষীরা শহরে জনসাধারনের গমনের স্রোত অনেক অনেক বেশী। জেলা শহরের সড়কগুলো সা¤প্রতিক সময় গুলোতে যানজটের কবলে। শহরের বাঙ্গাল মোড় হতে খুলনা রোডস্থ টার্মিনাল সর্বত্র যানজট আর যানজট। হাটের মোড়, সঙ্গীতা মোড়, নিউ মার্কেট এলাকা, খুলনা রোড সর্বত্র যানজট আর জন দুর্ভোগ, শহরের প্রাণ কেন্দ্র গুলোই কেবল মাত্র যানজটের সীমাহীনতায় বিপর্যস্থ তা নয়, শহরের সংযোগ সড়ক গুলোতেই চলছে তীব্র যানজটের ক্ষেত্র। কাহিল শহর বাসি বিপর্যস্থ এবং বিপন্ন শহরে প্রয়োজনীয় কাজে আসা মফস্বলের লোকজন। সাতক্ষীরা শহরে কেবল যানজটই শেষ কথা নয় শহর প্রতিনিয়ত এবং প্রতিমুহুর্তে চলছে শব্দ দুষনের প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের কবিরাজি তথা প্রতারনামূলক ভাবে কবিরাজি, ডাক্তারীর ঔষধ পত্র বিক্রয় ও সরবরাহ, সা¤প্রতিক সময় গুলোতে সাতক্ষীরা শহরের বাজার গুলোতে এবং বড় বড় বিপনী বিতানগুলোর আশপাশ কেন্দ্রীক যানজট বহুমাত্রিক অসুবিধার সৃষ্টি করেছে। শহরে যানজট এমন পর্যায়ে পৌছেছে যে, রোগী বহনকারী এ্যাম্বুলেন্সটিও যথাযথ নিয়মে এবং যানজটকে টপকিয়ে যথাসময়ে হাসপাতালে পৌছাতে পারছে না। বর্তমান সময়ে পবিত্র রমজানের দিনগুলোতে থেমে নেই ভয়াবহ যানজট ও শব্দদুষন, সাতক্ষীরা শহরকে যানজট ও শব্দ দুষণ রোধে সর্বাত্মক কার্যক্রম গ্রহন করতে হবে এবং এখনই সময়।