১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় সাতক্ষীরা সদরের হরিশপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গনে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে সকল সেক্রেটারিয়েট, থানা সভাপতি, সেক্রেটারি এবং বাকি সদস্যদের নিয়ে আন্তঃ থানা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি আল মামুনের সভাপতিত্বে এবং সাতক্ষীরা শহর সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ ক্রিকেট টিমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।