স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্টিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি বাসভবনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা সভাপতি ও পৌর আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রাশিদুজ্জামান রাশির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম। তিনি বলেন, বঙ্গবন্ধু একজন বৃহৎ মাপের নেতা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুকে হত্যা করতে পাকিস্তানীরা সাহস পাইনি সেই বঙ্গবন্ধুকে আমাদের দেশে সেনা বাহিনীর কিছু বিপদগামী সদস্য ও দেশী বিদেশী রাজনৈতিক মদদে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে দেশ অনেকদূর এগিয়ে যেত। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননত্রেী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত জেলা আ’লীগের সহসভাপতি শেখ সাঈদ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুজ্জামান বাবু, আহম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা আ’লীগ দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, জেলা আ’লীগ নেতা লায়লা পারভীন সেজুতি, ডাঃ সুব্রত ঘোষ, নাজমুন নাহার মুন্নি, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মঞ্জুর হোসেন, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সামছুজ্জামান জুয়েল, সদর উপজেলা আ’লীগের সভাপতি আব্দুর রশিদ, প্রেসক্লাব সাধারন সম্পাদক ও আ’লীগ নেতা মোহাম্মদ আলী সুজন, আরিফ হাসান প্রিন্স, সবুর খান, ওয়ার্ড আ’লীগ নেতা মতিয়ার, নারায়ন চন্দ্র, রাফেনুর, আব্দুস সেলিম, গোলাম মোস্তফা খোকন, আশরাফুল কবির, আমজাদ হোসেন, কাজী মারুফ, শেখ নাজমুল, ওহিদুজ্জামান টিটু প্রমুখ। সভা শেষে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করে মুফতী নজিবুলা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।