স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজের সাথে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা বারোটায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির উপদেষ্টা কামরুল ইসলাম ফারুক, সিনিয়র সহ—সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, সহ—সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনী, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী সিদ্দিকী। কমিটির নেতৃবৃন্দরা বলেন, নাগরিক কমিটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ইহা মানুষের অধিকার নিয়ে কাজ করে। সাতক্ষীরা জেলার গুরুত্বপূর্ণ সড়ক, কালভার্ট, বাইপাস সড়ক ইত্যাদি বিষয়ে নির্বাহী প্রকৌশলীর কাছে খোঁজখবর নেন। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ নাগরিক কমিটির নেতৃবৃন্দের কথাগুলো ধৈর্যের সাথে শোনেন। এ সময় তিনি বলেন, সাতক্ষীরার গুরুত্বপূর্ণ সড়কের টেন্ডার ক্যানসিল হয়ে গেছে সেটা রিটেন্ডার করতে হতে পারে। শহরের রাস্তাঘাট যেখানে ভঙ্গুর আছে সেগুলো দ্রুত সংস্কার করার চেষ্টা চলছে। মতবিনিময় সভা শেষে নাগরিক কমিটির নেতৃবৃন্দরা ২৩ দফা দাবিনামা সম্বলিত কাগজ নির্বাহী প্রকৌশলীর কাছে তুলে দেন।