শিবপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবীরের সাথে মতবিনিময় করেন সাতক্ষীরা সদর উপজেলার ১০ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যানবৃন্দ সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান পদটি শূন্যে থাকায় এডিবি, রাজস্ব, টিআর, কাবিটা,কাবিখা, উপজেলা কর্মকর্তা ও কর্মচারীদের বেতনাধীসহ উন্নয়ন মূলক কাজ আটকে থাকার কারনে শূন্যে পদে ১ জনকে দায়িত্ব দেওয়ার জন্য চেয়ারম্যানবৃন্দ জেলা প্রশাসকের দৃষ্ঠি আকর্ষন করেন। জেলা প্রশাসক বিষয়টি ব্যবস্থা গ্রহন করার আশ্শাস দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম ভুইয়া, চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ,মোঃ আব্দুল কাদের মোঃ মহিদুল ইসলাম, কবির হোসেন মিলন, মাওঃ আব্দুল গফ্ফার, মিজানুর রহমান চৌধুরী,মাস্টার মফিজুল ইসলাম,মোঃ লুৎফর রহমান, মোস্তফা কামাল,মোঃ আলাউদ্দীন প্রমুখ।