সাতক্ষীরা সদরের ধুলিহর ও ব্রহ্মরাজপুরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সদরের ব্রহ্মরাজপুরের ওমরাপাড়া এবং ধুলিহরের জাহানাবাজ এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জালাল উদ্দিন। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুজিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শওকত হোসেন, বর্তমান সভাপতি আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, ইনছান বাহার বুলবুল, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সানা, রেজাউল ইসলাম রেজা, কামরুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন বাংলাদেশের মানুষ শান্তি প্রিয়। সন্ত্রাসী কর্মকান্ড করে, অগ্নি সংযোগ করে ক্ষমতায় আসা যাবে না। সুতরাং হরতাল অবরোধের নামে সহিংতা বন্ধ করে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান। পরে অনুষ্ঠিত বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও: সামছুজ্জামান। -প্রেস বিজ্ঞপ্তি