স্টাফ রিপোর্টার ॥ আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন জাতীয় পার্টি মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান বাবু। গতকাল বিকালে সদরের বল্লী ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ কালে জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধাঃ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু বলেন, আগামী নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারলে সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে। তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো। মাদকের অভিশাপ থেকে মুক্তি পেতে যুব সমাজ বেকারত্ব দূর করতে কাজ করে যাবো। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক কাজী মোঃ আমিনুল হক ফিরোজ, জেলা জাতীয় তরুণ পার্টির সাধাঃ সম্পাদক আব্দুল কাদের, বল্লী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আতাউর রহমান, ইউপি সদস্য হায়দার আলী, ইউপি সদস্য আশরাফ আলী সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।