স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় সদর উপজেলার সকল ইউনিয়নের দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে গতকাল বেলা ১২ টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত কম্বল সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক, সদর উপজেলা আলীগের সহ-সভাপতি ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ শফিউদ্দিন শফি, আগরদাঁড়ি ইউনিয়ন সভাপতি মোঃ হাবিবুর রহমান, ভোমরা ইউনিয়ন সভাপতি গাজী আবদুল গফুর, সাধাঃ সম্পাদক মোঃ আনারুল ইসলাম গাজী, বাঁশদহা ইউনিয়ন সাধাঃ সম্পাদক চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, লাবসা ইউনিয়ন সভাপতি এড মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, ফিংড়ী ইউনিয়ন সভাপতি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, সম্পাদক মোঃ শামসুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন সভাপতি মোঃ রমজান আলী বিশ্বাস, সাধাঃ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, ধুলিহর ইউনিয়ন সভাপতি শেখ বোরহান উদ্দিন, সাধাঃ সম্পাদক মোঃ মিজানুর রহমান, কুশাখালী ইউনিয়ন সাধাঃ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, বলী ইউনিয়ন সাধাঃ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান লাল্টু সহ উপজেলা আলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।