স্টাফ রিপোর্টার ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর ২ আসনে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব মো: আছাদুজ্জামান বাবুকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় আ’লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল। গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের আয়োজনে শহরের সঙ্গীতা মোড় হতে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারন সম্পাদক মো: শাহাজান আলী, আ’লীগ নেতা এনছান বাহার বূলবুল, মিজানুর রহমান, মো: রাশেদুজ্জামান রাশি, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক সামছুজ্জামান জুয়েল, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মারুফ তানভীর হোসেন সুজন, উপজেলা যুবলীগের সভাপতি ভারপ্রাপ্ত জাহিদ হাসান, সাধারন সম্পাদক মঈনুল ইসলাম সহ শত শত আ’লীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন।