স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিনে চেয়ারম্যান পদে কোন প্রার্থী প্রত্যাহার না করলেও ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা হলেন, প্রকৌশলী শামস ইশতিয়াক ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। সদ্য সাবেক সংরক্ষিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান মারুফ তানভীর হুসাইন সুজন, ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, মোঃ বদরুজ্জামান। সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সোনিয়া পারভীন শাপলা প্রার্থীতা প্রত্যাহার করে নেন। সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মেহেদী হাসান এতথ্য নিশ্চিত করেছেন।