স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো: আশরাফুজ্জামান আশুর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল সন্ধ্যায় জুয়েলার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ সংসদ সদস্যের বাসায় যায়। সৌজন্য স্বাক্ষাত শেষে নব নির্বাচিত সংসদ সদস্য মো: আশরাফুজ্জামান আশুকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি গৌর দত্ত, সহ-সভাপতি বলায় দে, সাধারন সম্পাদক মনোরঞ্জন কর্মকার, সহ-সাধারন সম্পাদক রবিন মল্লিক, সাংগঠনিক সম্পাদক ভৈরব কর্মকার, সদস্য দ্বিনবন্ধু, উত্তম দত্ত সহ কমিটির নেতৃবৃন্দ। পরে সাতক্ষীরা সদর কাটিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির উদ্যোগে নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।