স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে মনোনিত হয়েছেন মোঃ মশিউর রহমান বাবু। তিনি সদর আসনের প্রয়াত সংসদ সদস্য মো: হাবিবুর রহমানের পুত্র ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক। মশিউর রহমান জাতীয় পার্টির রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও উন্নয়নমূলক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। এখানেই শেষ নয় মশিউর রহমান বাবু জেলা নাগরিক অধিকার ও সমন্বয় কমিটির সাধারন সম্পাদক হিসাবে নাগরিকের নায্য অধিকার পূরন সহ জেলার উন্নয়নে লক্ষ্যে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। অনুরুপ ভাবে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসাবেতার সফল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রয়াত পিতা হাবিবুর রহমানের উত্তরসুরী হিসাবে জনকল্যানে কাজ করা তার পেশা হয়ে দাড়িয়েছে। সাতক্ষীরা শহরের কামাল নগর এলাকার বাসিন্দা সকলের অতি পরিচিত মুখ সদা হাস্যউজ্জ্বল মশিউর রহমান বাবু দলীয় সমর্থনে মনোনিত হলেও সকল শ্রেনী পেশার মানুষের কাছে তার গ্রহনযোগ্যতা রয়েছে আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের সহযোগিতা কামনা করেছেন মশিউর রহমান বাবু।