শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ অবাধ সুষ্ঠ এবং শান্তি পূর্ণ নির্বাচন শেষে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন দক্ষিনবঙ্গের বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম হাবিবুর রহমান হবির পুত্র মশিউর রহমান বাবু। স্বচ্ছ পরিচ্ছন্ন জনবান্ধব প্রতিশ্র“তিশীল বাবুকেই বেঁছে নিলেন সদর উপজেলার ভোটাররা। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মশিউর রহমান বাবু লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৩১ হাজার ১৯৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্রপ্রার্থী আওয়ামীলীগ নেতা এসএম শওকত হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৪২ ভোট, অপর স্বতন্ত্রপ্রার্থী আওয়ামীলীগ নেতা সুশান্ত কুমার মন্ডল আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২৬৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা গোলাম মোরশেদ চিংড়ী মাছ প্রতীকে ১৬ হাজার ৮৫৯ ভোট পেয়েছেন, এছাড়া সতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা এ্যাড. তামিম আহমেদ সোহাগ ঘোড়া প্রতীকে ৩ হাজার ১৪৮ ভোট পেয়েছেন। এর পূর্বে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ১৪০ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিটি কেন্দ্রে আইন শৃংখলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা বেস্টনী ছিল লক্ষনীয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এবং ভোটারদেরকে নির্বিঘ্নে ভোটদান প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন প্রচার প্রচারনা প্রার্থী, প্রার্থীদের সমর্থন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারন ভোটার, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণি পেশার অংশ গ্রহন ছিল অন্যতম আলোচনার কেন্দ্র বিন্দু, সাতক্ষীরা সদর উপজেলার বয়স্ক ভোটারদের পাশাপাশি তরুন ভোটারদের আগ্রহের কেন্দ্র বিন্দু ছিল মশিউর রহমান বাবু তারই প্রতিফলন ঘটেছে। একদিকে জাতীয় পার্টির প্রার্থী অন্যদিকে মরহুম পিতা প্রাক্তন এম.পি হাবিবুর রহমান হবির জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা এবং সাতক্ষীরার উন্নয়নে ভূমিকা রাখার অতীত ঘটনাবলী বাবুর প্রতি লাঙ্গনের প্রতি সধারণ মানুষের আগ্রহের ক্ষেত্র সৃষ্টি হয় তারই বহিঃপ্রকাশ গতকাল নির্বাচনে জয়। সন্ধ্যায় দলীয় নেতা কর্মী ও ভোটাররা নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বাবুকে ফুলেল শুভেচ্ছা জানান, এসময় অতি আন্তরিকতা ও মহব্বতের সাথে নব নির্বাচিত চেয়ারম্যান কর্মি সমর্থকদের কে ফুলের মালা পরিয়ে দেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি বলেন সদর উপজেলা বাসি যে আস্থা, বিশ্বাস, এবং ভালবাসার মহাক্ষেত্র বির্নিমান করেছেন আমি তা রক্ষা করতে সদা তৎপর থাকবো। মানুষের ভালবাসা এবং দায়িত্ব কর্তব্য সর্বাঙ্গে ধারন করবো। তিনি আরও বলেন উন্নয়ন অগ্রগতিতে প্রতিদ্বন্দি সকল প্রার্থী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। উন্নয়নের স্বার্থে আমরা কাধে কাধ মিলিয়ে কাজ করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com