স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে মনোনয়ন পত্র বাছাই সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০ টায় জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রধান অতিথি রিটার্নিং অফিসার ও অতিঃ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনা মোঃ জিয়াউর রহমান সকল প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে মনোনয়নপত্র সংগ্রহ কারী ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করেন। এরমধ্যে ঋণ খেলাপির দায়ে চেয়ারম্যান প্রার্থী এড তামিম আহমেদ সোহাগের মনোনয়ন পত্র বাতিল করে ঘোষণা করেন। মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোঃ আতিকুর ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান সহ সকল প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। চূড়ান্ত প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে, সদর উপজেলা আলীগের সহ সভাপতি গোলাম মোরশেদ, সদর উপজেলা আলীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, জাতীয় পার্টির যুগ্ম সাধাঃ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু ও সদর উপজেলা আলীগের সদস্য ও স্বাচিপ জেলা সভাপতি সুশান্ত কুমার মন্ডল। ভাইস-চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা ও ভাইস চেয়ারম্যান তানভীর হোসাইন সুজন, জাতীয় পার্টি নেতা বদরুজ্জামান বদু, সমাজসেবক ইঞ্জি শামস ইশতিয়াক শোভন ও সাবেক ছাত্রনেতা রেজাউল ইসলাম রেজা। সংরক্ষিত ভাইস-চেয়ারম্যান পদে সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহিলা আলীগের নেত্রী কহিনুর ইসলাম ও মহিলা আ’লীগের সোনিয়া পারভীন শাপলা। আগামী ১২ ই মে মনোনয়নপত্র প্রত্যাহারের সেদিন এবং ১৩ ই মে সকল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।