সাতক্ষীরা সদর -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। সোমবার সকাল ১০টায় শহরের মুনজিতপুরে সংসদ সদস্যের নিজস্ব বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে এমপি রবি নব-গঠিত জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উপস্থিত নেতৃবৃন্দসহ সকল সদস্যকে ধন্যবাদ জানান। এ সময় তিনি সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান করেন। সাতক্ষীরা প্রেসক্লাবসহ সকল সাংবাদিকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন। এছাড়া জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সম্মৃদ্ধি কামনাও করেন এবং সব সময় পাশে থাকার প্রতিশ্রæতিও ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মহিদার রহমান, সাধারণ সম্পাদক কে এম আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান লিটু, সাংগঠনিক সম্পাদক হাসান গফুর, অর্থ সম্পাদক শাহনেওয়াজ মাহমুদ রনি, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনি, কার্যনির্বাহী সদস্য রমজান আলি, সোহরাব হোসেন, জাহিদ হোসাইন, আমিরুল ইসলাম, ইদ্রিস আলি। এ ছাড়া উপস্থিত ছিলেন এ্যাসোসিয়শন’র সাধারণ সদস্য আবুল হোসেন, অহিদুজ্জামান, সেলিম হোসেন, শহিদুল ইসলাম শহিদ, শেখ ফারুক হোসেন, শাহাজাহান, মোস্তাফিজুর রহমান, জি এম মনিরুল ইসলাম, আতিকুজ্জামান, লাল্টু প্রমুখ। মতবিনিময় শেষে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়শনের পক্ষ থেকে সংসদ সদস্যকে সম্মাননা স্বারক ক্রেষ্ট তুলে দেন নেতৃবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি