স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৩০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্ডাটল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী শহরের কামালনগর দক্ষিন পাড়া গ্রামের বেলাল হোসেনের পুত্র মো: রাজু আহমেদ (৩৮)। জানাগেছে, সাতক্ষীরা ভোমরা কাষ্টম অফিসের পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় বিক্রয় জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আসামী রাজ্জাক ঐ মাদকদ্রব্য সহ আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ১ লক্ষ ৬ হাজার টাকা। সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, মাদক বিরোধী চলমান অভিযানে অংশ হিসাবে গতকাল অভিযান চালিয়ে পুলিশ মাদকদ্রব্য সহ আসামী রাজ্জাককে আটক করে। আটককৃতের বিরুদ্ধে মামলা পূর্বক আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।