স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির সর্দার আবুল খায়ের সহ ৩ জনকে আটক করেছে। গত শনিবার সদর উপজেলা ও কালিগঞ্জ উপজেলার থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার গৌরিপুর গ্রামের বাসিন্দা জবেদ আলীর পুত্র কালিগঞ্জ নলতা বাসিন্দা অজ্ঞান পার্টির সর্দার আবুল খায়ের মিস্ত্রী উরফে বাবু (৩৫) তার স্ত্রী আয়েশা (২৯) ও সদর উপজেলার খানপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র সাগর হোসেন (২৫)। অজ্ঞান পার্টির আটক সংক্রান্ত বিষয়ে গতকাল দুপুরে পুলিশ লাইন্স ড্রিল সেটে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, সাংবাদিকদের জানান, সা¤প্রতিক সাতক্ষীরায় ২টি স্থানে অজ্ঞান পার্টি চোর সদস্যরা প্রবেশ করে পরিবারের সদস্যদের চেতনানাশক ঔষধ ¯েপ্র করে অচেতন পূর্বক বাড়িতে প্রবেশ করে। এসময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণ অলংকার সহ মূল্যবান জিনিস লুটে নিয়ে যায়। এঘটনায় সদর থানায় পৃথক ২টি মামলা হয়। মামলার সূত্র ধরে সদর থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় সাতক্ষীরা জেলা সহ যশোর খুলনা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ অজ্ঞান পার্টির সর্দার আবুল খায়ের তার স্ত্রী আয়শা ও সহযোগী সাগর কে আটক করে। পরে আবুল খায়েরের স্বীকারোক্তি মতে তার নলতা বাড়িতে অভিযান চালিয়ে একটি স্বর্ণের আংটি নগদ টাকা, ১ বোতল চেতনা নাশক তরল পদার্থ, ১ কোটা গুড়া পাউডার, পোটেবল গ্যাস উদ্ধার করে। প্রাথমিক তদন্তে তারা স্বীকার করেছেন বিভিন্ন স্থানে চেতনা নাশক ঔষধ প্রয়োগ করে চুরি করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসময় উপস্থিত ছিলেন অতি: পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজিব খান, অতি: পুলিশ সুপার সদর সার্কেল মীর আছাদুজ্জামান, সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক শেখ ইয়াছিন আলম চৌধুরী। সদর থানা পুলিশ পরিদর্শক অপারেশন তারেক ফয়সাল বিন আজিজ প্রমুখ।