স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, সদরের কুশখালী খলির নগর গ্রামে আব্দুল জলিলের পুত্র মোঃ জাহিদুল ইসলাম (২৫) কুশখালী মাঝের পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মোঃ জাকির হোসেন (৩৫) ও শহরের রসুলপুর মেহেদী বাগ এলাকার আহসান মোলার পুত্র আবির হোসেন (১৯)। পুলিশ সূত্রে জানাগেছে, মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৈকারী কাথন্ডা টু ভাদড়া মোড় পাঁকা রাস্তার উপর থেকে আসামীদের আটক পূর্বক দেহ তলাশি পূর্বক ২ কেজি গাঁজা উদ্ধার করে। এছাড়া আরো ৫ জন আসামিকে গ্রেফতার করে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সদর থানা ওসি (তদন্ত) মোঃ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।