স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ১ কেজি গাজা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক সদর উপজেলার শিকড়ি গ্রামের মোঃ নূর ইসলামের পুত্র মোঃ অলিম ওরফে বাবু (২৩)। পুলিশ সুত্রে জানাগেছে, শহরের বাইপাস সড়কে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য কতিপয় ব্যক্তি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে জানতে পেরে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে কুচপুকুর জামতলা বাইপাস সড়ক থেকে আসামী আলিমকে ১ কেজি গাজা সহ আটক করে। আটককৃত আসামীদের আলামত সহ সদর থানায় মামলা পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।