স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর থানাপুলিশের অভিযানে ৭টি স্বর্নের বার সহ ১ চোরাকারবারী কে আটক করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় শহরের নিউমার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়। আটক মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চাঁরি গ্রামের ফরহাদ উদ্দিনের পুত্র মাহবুব আলম।সাতক্ষীরা সদর থানার (ওসি) মইদুল ইসলাম জানান, ভারতে স্বর্ন পাচারের প্রস্তুতি নিচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সদর থানা পুলিশের একটি টিম ঢাকা থেকে আসা এসপি গোল্ডেন লাইনে তল্লাশি চালানো হয়। এসময় মাহবুব আলম কে সন্দেহ হয়। পরে চ্যালেঞ্জ করে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ৭টি স্বর্নের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্নের ওজন ৮১৬ গ্রাম যার আনুমানিক মূল্য ৬৩ লক্ষ টাকা। ওসি আরো জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এবং জব্দকৃত স্বর্ন ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।