মীর আবুবকর \ সাতক্ষীরা সদর থানা পুলিশের পৃথক অভিযানে পিস্তল, গাজা ও ইয়াবা সহ ৩ নারী আটক করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। আটক নারীর আবাদেরহাট এলাকার ফজর আলী মিস্ত্রীর কন্য স্বামী পরিত্যাক্তা ফরিদা খাতুন (৪২)। জানা গেছে ফরিদার বাড়িতে অস্ত্র আছে গোপন সংবাদ ভিত্তিতে জানতে পেরে সদর থানা পুলিশের একটি দল সকালে তার বাসায় অভিযান চালায়। এসময় বাড়ি তলাশি চালিয়ে বসতঘরের খাটের নীচে মাটিতে পুতে রাখা দেশীও তৈরী ওয়ান শুটারগান পিস্তল উদ্ধার পূর্বক ফরিদাকে আটক করে। অপরদিকে থানা পুলিশের পৃথক অভিযানে ১ কেজি গাঁজা সহ হালিমা খাতুন ও ৫২ পিচ ইয়াবা সহ মিনারাকে আটক করে। সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মদ গোলাম কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।