স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৫৫ গ্রাম হিরোইন ও ১৫০০ পিচ ইয়ারগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে শহরের রসুলপুর দুর্গা মন্দিরের পিছনে ফাঁকা স্থান অভিযান চালায় সদর থানা পুলিশের একটি টিম। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের মধ্যে থেকে পুলিশ ২৫৫ গ্রাম হিরোইন ও ১৫০০ পিচ কার্তুজ উদ্ধার করে। যার আনুমানিক মুল্য ১৭ লক্ষ ৯১ হাজার টাকা। এ বিষয়ে সদর থানায় মামলা হয়েছে। সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।