স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় ১০ বোতল ফেনসিডিল ৩০০ গ্রাম গাজা ২৪ পিচ ইয়াবা ট্যাবলেট ৯ পিচ ট্যাপেন্টল ট্যাবলেট সহ ৪ জন কে আটক করা হয়েছে। জানাগেছে, গতকাল শহরের পলাশপোল পাসপোর্ট অফিস এলাকা থেকে উম্মে কুলসুম ওরফে টুম্পা (২২) কে ৮ বোতল ফেনসিডিল সহ আটক করে। সে শ্যামনগর মো: হাবিবার মেয়ে। অপর দিকে গতকাল সদরের থানাঘাটা তুষের মিলের সামনে থেকে মো: রিপন সরদার (২৭) কে ৩০০ গ্রাম গাজা সহ আটক করে। সে তালতলা গ্রামের মিজানুর রহমানের পুত্র। অপরদিকে গতকাল বিকালে শহরের ইটাগাছা থেকে মো: আশরাফুল গাজী (২২) কাছ থেকে ২৪ পিচ ইয়াবা ৯ পিচ ট্যাপেন্টেল ট্যাবলেট সহ আটক করে। সে ইটাগাছা পশ্চিম পাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র। অপরদিকে সদর থানা পুলিশের অভিযানে সদরের শ্রীরামপুর তেতুলতলার মোড়ে রাস্তার উপর থেকে মো: আবুল হাসান (৩৯) কে ২ বোতল ফেনসিডিল সহ আটক করে। সে বৈচনা গ্রামের মো: আব্দুর রউফ সরদারের পুত্র। আটককৃত আসামীদের বিরুদ্ধে সদর থানার পৃথক মামলা সহ আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।