স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ভারতীয় ৪৬ বোতল ফেনসিডিল সহ ১ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক সদর উপজেলার কাথন্ডা কয়েরপাড়া গ্রামের মো: ফারুক সরদারের স্ত্রী মাদক ব্যবসায়ী মো: রেশমা খাতুন (৩৫)। পুলিশ সুত্রে জানাগেছে, মাদক দ্রব্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করে রেখেছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গতকাল ভোর রাতে সদর থানা পুলিশের একটি টিম কাথন্ডা এলাকার জনৈক ফারুক বাসায় অভিযান চালিয়ে তার বাসা থেকে ৪৬ পিচ ফেনসিডিল সহ আসামী রেশমা কে আটক করে। যার আনুমানিক মুল্য ১ লক্ষ ৩৮ হাজার টাকা। এঘটনায় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা পূর্বক আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।