স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে ৫ জন কে আটক করা হয়েছে। এসময় ডাকাতি কাজে ব্যাবহিত দা,ছুরি, রড সহ বিভিন্ন সরঞ্জম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার আসামী সদরের লাবসা ইউপির দেবনগর গ্রামের আসাদ মেম্বরের ঘেরের উত্তর পাশে বাইপাস ব্রিজের উপর থেকে আসামীদের আটক করে। আটককৃতরা হলেন পিরোজপুর কাউখালী থানার বড়বিড়াল ঝুড়ি গ্রামের আবুল বাশার হাওলাদারের পুত্র মোঃ রুবেল (৩৫), একই জেলার মঠবাড়িয়া থানার হোতখালী গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র মোঃ আঃ কুদ্দুস মিয়া (৫২), গোপালগঞ্জ কোটালীপাড়া থানার নয়াকান্দি গ্রামের মৃত হোসেন হাওলাদারের পুত্র মোঃ নাসির হাওলাদার (৪৮) সে বর্তমান সোনাডাঙ্গা গলামারী কৃষ্ণ মন্দিরের পাশে থাকেন। খুলনা রুপসা থানার রাজাপুর দেয়াড়া গ্রামের আইজুল হাওলাদারের পুত্র মোঃ পারভেজ রানা ওরফে খোকন (৩৫), একই থানার নৈহাটি গ্রামের মোঃ হামেদ হাওলাদারের পুত্র মোঃ শহিদুল হাওলাদার (৩৫)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা পূর্বক আদালতে প্রেরণ কারা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছে।