স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার। গতকাল ভোররাতে সদরের বৈকার খলিলনগর বলফিল এলাকা থেকে এই ফেনসিডিলের উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সদর থানার পুলিশ বৈকারী ইউনিয়নের খলিলনগর বল ফিল্ডের পশ্চিম পাশে পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একটি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়দের সম্মুখে প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবস্থায় ৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বের করা হয়। যার অনুমান মূল্য ১ লক্ষ টাকা। এ বিষয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের সনাক্ত পূর্ব গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন।