স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা টিকা প্রদান কালে ভলেন্টিয়ারদের উপর হামলার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। গতকাল শহরের রাজারবাগান এলাকার এড. শফিকুল ইসলামের পুত্র রেড ক্রিসেন্টের যুব সদস্য সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানাগেছে, শহরের পলাশপোল এসপি বাংলোর পিছনে রাজু হোসেন সহ ৮/১০ জন সন্ত্রাসী বাহিনী গতকাল সাড়ে ১১টায় সদর হাসপাতালে টিকা কেন্দ্রে রেড ক্রিসেন্টের ভলেন্টিয়ারদের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা টিকার কার্ড ছাড়া নিয়ম না থাকা ভলেন্টিয়াররা টিকা দিতে রাজি না হওয়ায় এক পর্যায়ে রাজুর নেতৃত্বে তাদের উপর হামলা চালায় এতে ভলেন্টিয়ার মিলন, লিজা, ফাহিম, সাকির সহ কয়েক জন আহত হয়। এসময় প্রায় আধা ঘন্টা টিকা প্রদান কার্যক্রম বন্ধ ছিল। বাহিরে টিকা গ্রহন কারীদের ভিড় ছিল উপচে পড়া। প্রায় আধা ঘন্টা পর সদর থানার পুলিশের হস্তক্ষেপে পুনরায় টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। এ বিষয়ে সদর থানার ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, ভলেন্টিয়ারদের মারপিটের ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।