স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় সদর হাসপাতালের কনফারেন্স রুমে সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডিডি দীপক কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুশান্ত ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ, সদর হাসপাতালের আরএমও ডাঃ শেখ ফয়সাল আহমেদ, নার্সিং সুপারভাইজার শেফালী সরকার। সভায় সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা মান বৃদ্ধি লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ স্মৃতিভা দাস।