স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর হাসপাতাল এ্যাম্বুলেন্স চালক জিএম ফিরোজ কবির আর নেই। তিনি গতকাল বিকাল ৪টায় ৪৫ মিনিটে ইন্তেকাল করেনে (ইন্নালিলাহি…….রাজিউন)। হাসপাতাল সূত্রে জানাগেছে, গতকাল বিকালে বুকে ব্যাথা অনুভব করলে প্রথমে সাতক্ষীরা একটি বেসরকারী হাসপাতাল থেকে ইকো করেন, পরে দ্রুত সদর হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। জিএম ফিরোজ কবির কালিগঞ্জ মৌতলা ইউপির দুদলি গ্রামের বাসিন্দা জিএম তমিজ উদ্দিনের পুত্র হলেও চাকুরীর সুবাদে সাতক্ষীরা থাকতেন। শহরের অতি পরিচিত মুখ ড্রাইভার ফিরোজ সদা হাস্যউজ্জল ছিলেন। মানুষকে সহজে আপন করে নিতেন। মৃত্যুকালে স্ত্রী, শিশু কন্যা, পিতা মাতা আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ জোহর জানাযা শেষে পারিবারীক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।