স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সকলের অতি পরিচিত মুখ মোছা: সেলিনা খাতুন আর নেই। তিনি গতকাল বিকাল ৩টায় ১৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি—-রাজিউন)। সদর হাসপাতাল সূত্রে জানাগেছে, সেলিনা ১৯৯০ সালে স্টাফ নার্স মানব সেবায় নিজেকে নিয়োজিত করেন। পরে ১৯৯৪ সালে সাতক্ষীরা সদরের যোগদানের পর নিজের কর্ম যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে নিজিকে সকলের কাছে পরিচিত করেন। সদা হার্স্যউজ্জ্ববল মিষ্টভাষী সেলিনা সকলের সাথে সম্মান ও আন্তরিকতার সাথে কথা বলতেন। শনিবার রাতে তিনি অসুস্থ হলে প্রথমে সাতক্ষীরা সদরে ভর্তি করা হয়। একটু ভাল অনুভব করলে আবার বাসায় যান। সকালে পুনরায় অসুস্থ হয়ে পড়লে আবার সদরে ভর্তি করে। অবস্থা অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্বামী, ১ পুত্র, ১ কন্যা, আত্মীয়স্বজন সহকর্মী, শুভানুধ্যায়ী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ ইশা সাতক্ষীরা সদর হাসপাতাল চত্ত্বরে জানযা শেষে মরহুমার লাশ রসুলপুর সরকারী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযায় হাসপাতাল কর্মকর্তা সহ বিপুল সংখ্যক মুসুল্লী উপস্থিত ছিলেন। এদিকে সেলিনার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে প্রিয় সহকর্মীর মুখ শেষবারের মত দেখতে হাসপাতাল সহ মরহুমার বাড়িতে ছুটেযান সহকর্মীরা।