সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তার (৫৬)। গত ২৮ জানুয়ারী বিকাল ৩টায় ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী——রাজিউন)। শহরের মেহেদীবাগ এলাকার বাসিন্দা মোছা: সেলিনা আক্তার সরকারী চাকুরী জীবনে একজন কর্তব্যপরায়ন, সৎ ও ওদক্ষ মিষ্টিভাষী হিসাবে সকলের কাছে পরিচিত ছিলেন। তিনি মৃত্যুকালে স্বামী অহেদুজ্জামান, পডুত্র মধু ও কন্যা অনি সহ অসংখ্য গুনগ্রাহী, আত্মীয় স্বজন শুভানুধ্যায়ী সহকর্মী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন। সাতক্ষীরা সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তম, সদর হাসপাতালের আরএমও ডা: ফয়সাল আহমেদ, পাবলিক হেলথ নার্স শিরিনা সুলতানা, নার্সিং সুপার ভাইজার শেফালী সরকার, সিনিয়র স্টাফ নার্স সবিতা বৈরাগী, মাজেদা খাতুন, নাসরিন খালেদ, ফয়সাল আহমেদ, মাফুজা আক্তার সহ সদর হাসপাতালের সকল চিকিৎসক ও স্টাফ নার্স এবং কর্মকর্তা কর্মচারী।-প্রেস বিজ্ঞপ্তি