মীর আবু বকর ॥ সাতক্ষীরা সদর হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় সদর হাসপাতালের কনফারেন্স রুমে সদর হাসপাতালের আয়োজনে হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর আসনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুল ইসলাম, জেলা বিএমএ এর জেলা সভাপতি ডাঃ আজিজুর রহমান, জেলা সমাজসেবার উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, ডাঃ সুশান্ত ঘোষ,বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ, স্বাস্থ্য প্রকৌশলী আল-মোমেন, ডাঃ অভিজিৎ, ডাঃ ফারজানা রশিদ, নার্সিং সুপারভাইজার শেফালী সরকার, হাসপাতালের প্রধান সহকারী মাসুম বিল্লাহ। সভায় হাসপাতালের জনবল,ক্যান্টিন, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা সহ হাসপাতালে উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর হাসপাতালের ডাঃ মোঃ সাইফুল আলম।