স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ২০২২ পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া অনুষ্ঠান ও প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। (১২ জুন) রবিবার দুপুর ১টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমারেশ কুমার দাশ এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ, মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ আবুল হাসান, মোঃ মতিউর রহমান, মোঃ ইয়াহিয়া ইকবাল, জি.এম আলতাফ হোসেন, শেখ মোস্তাফিজুর রহমান, মতিয়ার রহমান। এসময় ২০২২ সালের এস.এস.সি পরিক্ষার্থী সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২৫৬ জন শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার সামগ্রী দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং সুনাম অক্ষুন্ন রাখার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দিন।