স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সঞ্চয় অভ্যাস শুরু হোক শৈশব থেকে এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের আয়োজনে গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দিনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ট্রাস্ট ব্যাংকের সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক এইচএম শাকিল আহমেদ, ট্রাস্ট ব্যাংক সঞ্চয়ে উদ্বুদ্ধ করানোর লক্ষ্যে ছাত্রছাত্রীদের জন্য সম্পন্ন বিনা মূল্য সঞ্চয়ী হিসাব খোলার ব্যবস্থা করেছে। এখান থেকে শিক্ষার্থীরা কোন চার্জ ছাড়া লেনদেন করতে পারবে। শুধু তাই নয় তাদের জন্য ফ্রি এটিএম কার্ডের ব্যবস্থা করা হয়েছে। পরে ব্যাংকের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং বিজয়ীদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের অফিসার শক্তি প্রসাদ মিত্র, মো: সোহাগ হোসেন সহ অন্যান্যরা।